সাতক্ষীরা প্রতিনিধি:
উৎসব মুখর পরিবেশে সাতক্ষীরায় ৪ টি সংসদীয় আসনে ৩০জন প্রার্থীর মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে। সোমবার সকাল থেকে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির প্রার্থীদের এ প্রতীক বরাদ্দ দেন।
জেলার চারটি সংসদীয় আসনে ৩০ জন প্রার্থী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নির্বাচনী প্রতীক বরাদ্ধ দেওয়া হয়। এর মধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ওয়ার্কাস পার্টি, জাসদ, বিএনএম, তৃনমূল বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকতার কার্যালয়ে প্রতীক বরাদ্ধ কার্যক্রমে উস্থিত ছিলেন।
বৈধ প্রার্থীরা হলেন, সাতক্ষীরা-১ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন, ওয়ার্কার্স পার্টি মনোনীত মুস্তফা লুৎফুল্লাহ, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী ইয়ারুল ইসলাম, স্বতন্ত্র শেখ মুজিবুর রহমান, স্বতন্ত্র শেখ নূরুল ইসলাম, স্বতন্ত্র এস এম মুজিবর রহমান, মুক্তিজোটের শেখ মো: আলমগীর হোসেন, স্বতন্ত্র মো: নূরুল ইসলাম, তৃণমুল বিএনপির সুমি, জাতীয় পার্টির সৈয়দ দীদার বখত।
সাতক্ষীরা সদর-২ আসনে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বর্তমান এমপি ( স্বতন্ত্র) মীর মোস্তাক আহমেদ রবি, ন্যাশনাল পিপলস্ পার্টির মো: আনোয়ার হোসেন,
স্বতন্ত্র আফসার আলী, জাতীয় পার্টির আশরাফুজ্জামান, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন এর মো: কামরুজ্জামান বুলু,তৃণমূল বিএনপির মোস্তফা ফারহান মেহেদী, স্বতন্ত্র এনছান বাহার বুলবুল। সাতক্ষীরা-০৩ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের আ ফ রুহুল হক, বাংলাদেশ সাম্যবাদী দল এর শেখ তারিকুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির মো: আব্দুল হামিদ, জাকের পার্টির মঞ্জুর হাসান, তৃণমূল বিএনপির রুবেল হোসেন, জাতীয় পার্টির আলিপ হোসেন।
সাতক্ষীরা-০৪ আসনে তৃণমূল বিএনপির আসলাম আল মেহেদী, বাংলাদেশ কংগ্রেসের শফিকুল ইসলাম, বাংলাদেশ আওয়ামীলীগের এস এম আতাউল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন এর এইচ এম গোলাম রেজা, স্বতন্ত্র মিজানুর রহমান, ন্যাশনাল পিপলস্ পার্টির শেখ ইকরামুল, জাতীয় পার্টির মো: মাহবুবুর রহমান।
জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার মোহাম্মদ হুমায়ূন কবির জানান, আজ থেকে প্রার্থীরা নির্বাচনী আচারন বিধি মেনে প্রচার চালাতে পারবে। কোন প্রার্থী আচরনবিধি লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। প্রয়োজনে প্রার্থীতা বাতিল করা হবে।







