Saturday, December 6, 2025

সাতক্ষীরার কুখ্যাত মাদক সম্রাট গ্রেপ্তার

সাতক্ষীরা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। পলাতক আসামি কুখ্যাত মাদক সম্রাট মো. হাসান গাজী (৩২)কে সোমবার (১১ ডিসেম্বর) রাত ১ টার দিকে সাতক্ষীরা সদর থানার পুরাতন ঘোষপাড়া কলোনি এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, গ্রেপ্তার আসামি হাসান গাজী রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

ফরিদ উদ্দিন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি এ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ একাধিক মামলায় তার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক বলে স্বীকার করেছেন। হাসান গাজী আদালত কর্তৃক রায় ঘোষণার পর থেকে সাতক্ষীরা সদর থানাসহ দেশের বিভিন্ন এলাকায় নিজের নাম-পরিচয় গোপন ও বিভিন্ন ছদ্মবেশ ধারণ করেন। তিনি জামিনে মুক্ত হয়ে দীর্ঘ একযুগ ধরে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

-বিশেষ প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর