আজম খান, বাঘারপাড়া(যশোর) : শনিবার বাঘারপাড়া উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এদিন সকালে উপজেলা অফিস চত্বরে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন করা হয়। এরপর উপজেলা সদরের চৌরাস্তায় মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মাওলানা ইয়াহিয়া আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার হোসনে আরা তান্নি , বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ এস এম জিল্লুর রশীদ, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস লাবনী , সহকারি প্রোগ্রামার অজয় কুমার পাল , প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম , প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হাদিউজ্জামান প্রমুখ।
রাতদিন ডেস্ক/জয়-১৬







