Wednesday, November 5, 2025

স্থায়ীভাবে বিএনপির দফতরের দায়িত্ব হারাচ্ছেন রিজভী

স্থায়ীভাবে বিএনপির কেন্দ্রীয় দফতরের দায়িত্ব হারাতে চলেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বিরোধ ও হুট-হাট ১০/১২ জন নেতা নিয়ে হাস্যকর কর্মসূচি পালনের জেরেই মূলত তাকে দফতরের দায়িত্ব থেকে পুরোপুরি অব্যাহতি দেয়া হচ্ছে বলে জানা গেছে।দলীয় সূত্র জানায়, বিএনপি মহাসচিব ও সিনিয়র যুগ্ম মহাসচিবের মধ্যে সম্পর্ক ভালো না। রিজভী আহমেদ অসুস্থ হয়ে দফতরে ফিরে না যাওয়ায় খুশি হয়েছেন ফখরুল ইসলাম। রিজভী আহমেদ দ্রুত সুস্থ হয়ে আপাতত বিএনপি কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে যেন অবস্থান করতে না পারেন, সেজন্য দলের মহাসচিবের শুভাকাঙ্ক্ষী সহ-সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্সকে হঠাৎ করেই দফতরের দায়িত্ব দেয়া হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক দলটির সিনিয়র ও দায়িত্বশীল এক নেতা বলেন, রিজভী আহমেদ দফতরের দায়িত্ব পালন করার সময় দলের অনেক বিষয়ে বিএনপি মহাসচিবের সঙ্গে আলোচনা না করে সিদ্ধান্ত নিয়েছিলেন। যার কারণে বিএনপির মহাসচিব তার উপর অনেক ক্ষিপ্ত।তিনি বলেন, অনেক বার সর্তক করা হয়েছে। এমনকি দলের চেয়ারপার্সন খালেদা জিয়া নিজেও ফোন করে রিজভীকে সর্তক করেছেন। কিন্তু তাতে তিনি কর্ণপাত করেননি। ফলে এবার তার বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।প্রসঙ্গত, ওয়ান ইলেভেনের সময় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া গ্রেফতারের পর থেকেই টানা ১১ বছর ধরে দফতরের দায়িত্ব পালন করে আসছেন রিজভী। ওই সময় খন্দকার দেলোয়ার হোসেনকে দলের মহাসচিবের দায়িত্ব দেয়া হয়। রিজভী আহমেদ দফতরের দায়িত্ব পালনের সময় সহ-দফতর হিসেবে ছিলেন- আব্দুল লতিফ জনি, শাহিন ও কৃষিবিদ শামীমুর রহমান শামীম।এদিকে ২০১৬ সালে রুহুল কবির রিজভী আহমেদকে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিবের দায়িত্ব দেয়া হয়। এরপর থেকে সিনিয়র যুগ্ম-মহাসচিব ও দফতরের দায়িত্ব পালন করে আসছেন বিএনপির এই নেতা।বিএনপি সরকারের সময় দফতরের দায়িত্ব পালন করেন বর্তমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নজরুল ইসলামের দায়িত্বের পর দফতরের দায়িত্বে আসেন মফিদুল হাসান তৃপ্তি। ওই সময় সহ-দফতর ছিলেন- ইমরান সালেহ প্রিন্স, আহমেদ মুসা, রিজভী আহমেদ।সম্প্রতি রিজভী আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন। তখন থেকেই রুহুল কবির রিজভীর অনুপস্থিতিতে দফতরের দায়িত্ব পেয়ে যান বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স।

অনলাইন ডেস্কঃ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর

error: Content is protected !!