নড়াইল প্রতিনিধি: নড়াইলে ১০ ডিসেম্বর মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২২ নভেম্বর সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্ব করেন।
এসময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মেহেদী হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান সুবাস চন্দ্র বোস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক এম. এম. আরাফাত হোসেন (শিক্ষা ও আইসিটি), বীর মুক্তিযোদ্ধা তবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলুসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ।
উক্ত সভায় বক্তারা আগামী ১০ ডিসেম্বর মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালনের বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
বক্তারা বলেন, মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস আমাদের জাতীয় জীবনের তিনটি গুরুত্বপূর্ণ দিন। এসব দিবস পালনের মাধ্যমে আমরা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার মূল্যবোধকে ধারণ করি।
তারা বলেন, এসব দিবস পালনে সকলকে একতাবদ্ধভাবে অংশগ্রহণ করতে হবে। এজন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।
সভায় নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে:
- ১০ ডিসেম্বর মুক্ত দিবস উপলক্ষে সকালে শহরের বিভিন্ন সড়ক ও মোড়ে জাতীয় পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
- ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকালে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল।
- ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সকালে শহরের বিভিন্ন সড়ক ও মোড়ে জাতীয় পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সভায় জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরী বলেন, মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস আমাদের জাতীয় জীবনের অনন্য ঐতিহাসিক ঘটনা। এসব দিবস পালনের মাধ্যমে আমরা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার মূল্যবোধকে ধারণ করি।
তিনি বলেন, এসব দিবস পালনে সকলকে একতাবদ্ধভাবে অংশগ্রহণ করতে হবে। এজন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।







