বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় মালবাহী চলন্ত ট্রাকের ধাক্কায় মো. রাকিবুল ইসলাম (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত রাকিবুল ইসলাম বাগেরহাটের কচুয়ার রঘুদত্তকাঠি এলাকার শাহিন হাওলাদারের ছেলে। খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (৬ নভেম্বর) সকাল ১০টার দিকে রাকিবুল ইসলাম বাগেরহাট থেকে মোটরসাইকেল করে মোংলার দিকে যাচ্ছিলেন। ফকিরহাটের টাউন-নওয়াপাড়া এলাকায় পৌঁছালে, পিছন দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে কাটাখালী হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে। তবে ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। নিহত রাকিবুল ইসলাম একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করতেন বলে তিনি জানান।
রাতদিন ডেস্ক/জয়-০৩







