Saturday, December 6, 2025

ডিবি পুলিশ পরিচয়ে বিকাশ এজেন্টের কাছ থেকে সাত লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে দুই কারারক্ষী আটক

বাগেরহাটে ডিবি পুলিশ পরিচয়ে বিকাশ এজেন্টের কাছ থেকে সাত লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে দুইজন কারারক্ষীকে আটক করেছে পুলিশ। শনিবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে জেলা সদরের বাদেকাড়াপাড়া গ্রামে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

আটকরা হলেন যশোর জেলার কেশবপুর উপজেলার আছির সরদারের ছেলে প্রসাদ সরদার (৩২) এবং চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ফকিরপাড়া গ্রামের হেলালের ছেলে মনিরুল ইসলাম (৩০)। আটক দুজনই বাগেরহাট জেলা কারাগারের কারারক্ষী।

ছিনতাইয়ের শিকার বিকাশ এজেন্ট রমজান (২৫) জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে দশানী মোড়ের দোকান বন্ধ করে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে যাচ্ছিলেন তিনি। বাড়ির গেটে পৌঁছানোর সাথে সাথে তাকে গ্রেপ্তারি পরোয়ানা আছে বলে হ্যান্ডকাপ লাগানোর চেষ্টা করে এবং তার কাছে থাকা টাকা ও মুঠোফোনের ব্যাগ ছিনিয়ে নেন দুইজন কারারক্ষী।

একপর্যায়ে তিনি ডাক চিৎকার দিলে ওই দুজন মোবাইল ও টাকা ভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। রমজান দৌড়ে মোটরসাইকেলসহ প্রসাদ সরদারকে ধরতে সক্ষম হন। এর মধ্যে ডাক চিৎকারে এলাকার লোকজনও চলে আসে।

স্থানীয়রা মনিরুল ইসলামকে বেঁধে ফেলে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মনিরুল ইসলামকে আটক করে। পরে প্রসাদ সরদারকেও আটক করা হয়।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা বলেন, ছিনতাইয়ের সময় স্থানীয়দের হাতে আটক মনিরুলের তথ্য অনুযায়ী প্রসাদ সরদারকে আটক করা হয়। পরে অভিযান চালিয়ে একটি সুপারি বাগান থেকে টাকা ও মুঠোফোন রাখার ব্যাগ উদ্ধার করা হয়েছে। তাদের সাথে থাকা অপর ছিনতাইকারীকেও শনাক্ত করা হয়েছে। তাকে আটক ও টাকা উদ্ধারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর