Tuesday, April 30, 2024

অভয়নগরের যুবলীগ নেতা মুরাদ হত্যা মামলার আসামি সাগর আটক, আদালতে দায় স্বীকার

- Advertisement -

যশোরের অভয়নগর উপজেলায় যুবলীগ নেতা মুরাদ হোসেন হত্যার সাথে জড়িত সাগর কাজী নামের এক যুবককে আটক করেছে অভয়নগর থানা পুলিশ। আটকের পর বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হলে সাগর আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল আসামির জবানবন্দি গ্রহন শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সাগর কাজী নওয়াপাড়া মডেল কলেজ রোডের মৃত মহাসীন কাজীর ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা অভয়নগর থানার এসআই মনির হোসেন জানান, সাগর এ মামলার সন্ধিগ্ধ আসামি ছিলেন। পরে তাকে আটকের সে হত্যায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন। আদালতে সোপর্দ করা হলে বিচারকের সামনেও তিনি জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। সাগর জানিয়েছেন, তিনি নিজেই হত্যা মিশনে অংশ নিয়েছেন। তারসাথে যারা ছিলেন তাদের নামও বলেছেন। তদন্তের সার্থে নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন মি. মনির।
উল্লেখ্য, ১১ ফ্রেব্রুয়ারি রাত ১০টার সময় নওয়াপাড়া নূরবাগ থেকে নিজ বাড়ি তরফদারপাড়ায় যাওয়ার পথে সন্ত্রাসীদের হামলায় নিহত হন মুরাদ হোসেন।
এঘটনায় নিহতের বোন নীলিমা খাতুন বাদী হয়ে অভয়নগর থানায় ১০ জনের নাম উল্লেখসহ ৪-৫ জনকে আসামি করে মামলা করেন।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত