Tuesday, May 21, 2024

যশোরে পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজা উদ্ধার, আটক-৫

- Advertisement -

পুলিশ আলাদা অভিযান চালিয়ে ৫১পিস ইয়াবা ও আড়াইশ’ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। এ সময় মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে ৫ জনকে গ্রেফতার দেখিয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোর শহরের ষষ্টিতলা (তপন দাসের বাড়ির ভাড়াটিয়া) উজ্জল রায়ের ছেলে জয় কুমার রায়, সদর উপজেলার তোলা নূরপুর গ্রামের ইকবাল হোসেনের ছেলে বাপ্পী হোসেন, টাঙ্গাইল জেলার কালিহাতি থানার তেজপুর কারিগরপাড়া (নাগবাড়ি ইউনিয়নের) বর্তমানে যশোর সদর উপজেলার পাগলাদাহ মাঠপাড়া ওবায়দুল্লাহ বাড়ি) স্বপন মিয়ার ছেলে সুমন মিয়ার ছেলে সুমন মিয়া,যশোর শহরের শংকরপুর জমাদ্দারপাড়া (জনৈক এনায়েত এর বাড়ির ভাড়াটিয়া আব্দুর রশিদের ছেলে রুবেল হোসেন, নাজির শংকরপুর বারেক সড়ক এলাকার হিরন কাজী ওরফে হিরুর ছেলে নাঈম কাজী । গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আলাদা মাদক আইনে মামলা দিয়ে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।

কোতয়ালি থানা সূত্রে জানাগেছে, রোববার ২৮ এপ্রিল রাত ৮ টার সময় গোপন সূত্র খবর পেয়ে থানার এক এসআইসহ একদল পুলিশ শংকরপুর কলাবাগান পাড়া গ্রামের জনৈক ইউনুস আলী এর ভাড়া দেওয়া বাড়ির সামনে থেকে রুবেল হোসেন ও নাঈম কাজীকে ৩১পিস ইয়াবা ট্যাবলেট।

তালবাড়িয়া পুলিশ ক্যাম্প সূত্রে জানাগেছে, ক্যাম্পে একদল পুলিশ রোববার সন্ধ্যায় পাগলাদাহ মাঠপাড়া গ্রামের পাগলাদহ মাঠপাড়া জামে মসজিদের পশ্চিমে পাশে জনৈক বজলুর ফাকা জায়গা থেকে সুমন মিয়াকে ১৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।

কোতয়ালি থানার এক এসআইসহ একদল পুলিশ রোববার রাত ১০ টায় গোপন সূত্রে খবর পেয়ে সদর উপজেলার নূরপুর মধ্যপাড়া গ্রামের বাপ্পি হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে বাপ্পি হোসেনকে আটক করে। পরে তার দখল হতে ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। চাঁচড়া ফাঁড়ি পুলিশ রোববার রাত সোয়া ৮ টায় গোপন সূত্রে খবর পেয়ে শহরের মুজিব সড়ক রেল গেট সংলগ্ন তামিম ষ্টোরের সামনে থেকে ২০ পিস ইয়াবাসহ জয়কুমার রায়কে গ্রেফতার করেন। এ সময় তার সহযোগী শহরের রেলগেট পশ্চিমপাড়ার আব্দুল আজিজের ছেলে লতু, রেলগেট হোটেল শাহরিয়ার পিছনে রেল বাবুর বাড়ির পাশে) পূর্বের স্বামী খালেক এবং বর্তমানে স্বামী নজিরের ছেলে স্ত্রী লাইলী পালিয়ে যায়।

-রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত