Thursday, May 16, 2024

যশোরে প্রতারণা মামলায় ব্যবসায়ী রিয়াদের সাজা

- Advertisement -

প্রতারণা মামলায় রিয়াদ আশরাফুজ্জামান নামে এক ব্যবসায়ীকে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। সোমবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত রিয়াদ নড়াইল সদরের ভয়াখালী গ্রামের আলী হোসেনের ছেলে ও রাজা হিরো চা স্টোরের মালিক। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী শেখ তাজ হোসেন তাজু।

মামলার অভিযোগে জানা গেছে, যশোর নীলগঞ্জ শহীদ নূর মোহাম্মদ আলী সড়ক সাহাপাড়ার অসিত ভৌমিক জনতা টি হাউজের মালিক। নড়াইল সদরের ভয়াখালীর রাজা হিরো টি স্টোরের মালিক রিয়াদ ২০১৫ সালের ৩০ জুন ৬ লাখ টাকার চাপাতা বাকিতে ক্রয় করে। এ টাকা দ্ইু মাসের মধ্যে পরিশোধের কথা থাকলেও রিয়াদ পাওনা টাকা না দিয়ে ঘোরাতে থাকে।এরমধ্যে রিয়াদ সেনাবাহিনীতে চাকরি পাওয়ায় ব্যবসা বন্ধ করে দেয়। পরে টাকা ফেরত দিন অস্বীকার করেন। ২০২২ সালের ১০ এপ্রিল অসিত ভৌমিক প্রতারনার অভিযোগে মামলা করেন।সোমবার রায় ঘোষনার দিনেআদালত এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত রিয়াদ পলাতক রয়েছে।

-রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত