Sunday, May 5, 2024

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

- Advertisement -

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বাড়াদি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, সাজিদুল ইসলাম (২৫) ও খাজা মঈনউদ্দিন (৩২)। শনিবার (১৬ ডিসেম্বর) দিনগত রাতে ভারতের কৃষ্ণনগর থানাধীন এলাকায় এ ঘটনা ঘটে।

এ নিয়ে গত তিনমাসে বিএসএফ কর্তৃক তিনটি গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। তিনটি ঘটনায় চার বাংলাদেশি যুবক নিহত হয়েছে।

স্থানীয়রা জানান, সাজিদুল ও মঈনউদ্দিন শনিবার রাতে বাড়াদি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে গরু আনতে গেলে ভারতের বিজয়পুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে। এতে তারা দুইজনই নিহত হন। ঘটনার সত্যতা নিশ্চিত করে বারাদি ক্যাম্পের হাবিলদার রেজাউল করিম বলেন, নিহতদের মরদেহ এখন পর্যন্ত ভারতে আছে।

দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, অবৈধভাবে দুজন বাংলাদেশি ভারতে অনুপ্রবেশ করেছিল। ভারতের কৃষ্ণনগর থানা এলাকায় গেলে ‘বিএফএফ’ এর গুলিতে তারা নিহত হয়েছেন বলে জেনেছি। এর আগে গত ১৫ সেপ্টেম্বর মিজানুর রহমান(৫০) ও ২৭ সেপ্টেম্বর রবিউল হক (৪০) নামে দুই বাংলাদেশি যুবক ‘বিএসএফ’ এর গুলিতে নিহত হন।

 

-বিশেষ প্রতিনিধি

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত