Thursday, May 2, 2024

সাতক্ষীরায় জেলা বিএনপির অনশন কর্মসূচি

- Advertisement -

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবীতে অনশন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (১৪অক্টোবর) সকালে সাতক্ষীরা শহরের ইটাগাছা হাটের মোড়ে জেলা বিএনপির আয়োজনে এই অনশন কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হবির সভাপতিত্বে অনশন কর্মসূচিতে প্রধান অতিথি বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব ইউপি চেয়ারম্যান মো.আব্দুল আলিম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএনপির তথা বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ জীবন মৃত্যুর সাথে লড়াই করছে।তাকে বিনা দোষে বিনা কারণ আটকে রাখা হয়েছে।কোন শর্ত ছাড়া অবিলম্বে তাকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো ব্যবস্থা করতে হবে। এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনেই অনুষ্ঠিত হবে। আমরা দুর্নীতিবাজ ফ্যাসিবাদ সরকারের সাথে কোন আপোষ করতে রাজি নয়।একমাত্র বেগম খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। তাহলে বিএনপি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহন করবে। তা না হলে এদেশের জনগণকে সাথে নিয়ে কঠিন থেকে কঠিনতম আন্দোলন গড়ে তুলবো। আগামীতে কেন্দ্রীয় নির্দেশীত বিএনপির সমস্ত প্রোগ্রাম সকলকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহনের আহবান জানান।

সাতক্ষীরা পৌর বিএনপির আহবায়ক মো. শের আলীর সঞ্চালনায় অনশন কর্মসূচিতে আরো বক্তব্য , সদর উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড.মো.নূরুল ইসলাম, কলারোয়া উপজেলার বিএনপির সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মো.আব্দুর রশীদ,কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান ইবাদুল ইসলাম, আশাশুনির হেদায়েতুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এ্যাড. কামরুজ্জামান ভুট্টো, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনারুল ইসলাম,ঢাকসুর সাবেক মিলনায়তন সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, শ্রমিক দলের সভাপতি মো.আব্দুস সামাদ,জেলা জাসাসের আহবায়ক শেখ জিল্লুর রহমান,সদস্য সচিব ফারুক হোসেন, মৎস্যজীবী দলের সাইফুল ইসলাম বাবু, কৃষক দলের রবিউল ইসলাম, মো.আজিজুর রহমান সেলিম,ইসমাইল হোসেন নিরব মো.শাহিন ইসলাম প্রমুখ।

পরে কর্মসূচিতে আগত বিএনপির নেতাকর্মীদের পানি খাবিয়ে অনশন ভাঙ্গান সাতক্ষীরার আশাশুনি উপজেলা বিএনপির নেতা বীর মুক্তিযোদ্ধা মাষ্টার বাবুল মিয়া।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত