Sunday, May 5, 2024

যশোরে ছাত্রলীগ ও ছাত্রদলের পরস্পর বিরোধী বিক্ষোভ

- Advertisement -

যশোরে ছাত্রলীগ ও ছাত্রদল পরস্পর বিরোধী বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। রোববার সন্ধ্যায় ছাত্রলীগ শহরের মোটরসাইকেল শোডাউন করেছে। সেসময় তারা ছাত্রদলের  বিরুদ্ধে নানা শ্লোগান দেন।
একইদিন সন্ধ্যায় জেলা ছাত্রদল শহরে বিক্ষোভ মিছিল করে। ওই মিছিল থেকে ছাত্রলীগের বিরুদ্ধে নানা স্লোগান দেয়া হয়।
পরস্পর বিরোধী বিক্ষোভে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শহরে পুলিশের নজরদারি জোরদার করা হয়।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব জানান, প্রধানমন্ত্রীকে নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের কুরুচিপূর্ণ ও অবান্তর বক্তব্য প্রদানের প্রতিবাদে তারা মোটরসাইকেল শোডাউন করেছেন। এটা তাদের পূর্ব নির্ধারণ কোনো কর্মসূচি ছিল না। ছাত্রদল যাতে শহরে কোনো বিশৃঙ্খলা না করতে পারে সে জন্যই মূলত তারা রাজপথে একত্রিত হন।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি বলেন, মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের উপর হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।  প্রতিবাদে তারা সন্ধায় শহরে শান্তিপূর্ণভাবে  বিক্ষোভ মিছিল করেছেন।

এদিকে শহরে ছাত্রলীগ ও ছাত্রদলের পৃথক কর্মসূচির পর থমথমে ভাব বিরাজ করে। প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নজরদারি শুরু হয়। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুই রাজনৈতিক সংগঠনের কর্মসূচি শেষ হয়।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত