Thursday, May 9, 2024

কেশবপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে তিন সাংস্কৃতিক কর্মী পেল সম্মাননা

কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ কেশবপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ কেশবপুরের উদ্যোগে ১৭মার্চ সকালে প্রেসক্লাবের হলরুমে উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সভাপতি শেখ শাহীনুর ইসলাম শাহিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ বসু পল্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি ইন্দ্রজিৎ হালদার ও সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মশহুরুল রহমান। বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে অনুষ্ঠানে ৩ জন দক্ষ সংগঠককে সম্মাননা দেওয়া হয়।
সম্মাননা স্মারক পেলেন সাংস্কৃতিক সংগঠক হিসাবে বিশেষ অবদান রাখায় কেশবপুর উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মশহুরুল রহমান, তবলা প্রশিক্ষক হিসেবে বিশেষ অবদান রাখায় মধুসূদন সঙ্গীতালয়ের পরিচালক অলোক বসু বাপী ও শিশু সংগঠক হিসেবে অবদান রাখায় কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক উৎপল দে।
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত