Monday, May 6, 2024

এটা খুব আলাদা মুহূর্ত : মেসি

- Advertisement -

কোপা আমেরিকা জিতেছেন। ২৮ বছরের অপেক্ষা শেষ হয়েছে তাতে। অথচ আর্জেন্টিনার ফুটবলাররা উদযাপন করতে পারেননি দেশের মানুষের সঙ্গে। সে অপেক্ষা শেষ হয়েছে শুক্রবার রাতে। বিশ্বকাপ বাছাইয়ে বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বুইন্স আইরেসের স্তাদিও মনুমেন্তালে অনুষ্ঠিত ম্যাচে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়। লিওনেল মেসির হ্যাটট্র্রিকে ম্যাচটি ৩-০ ব্যবধানে জিতে নেয় স্বাগতিকরা। এরপরই দেশের মানুষের সঙ্গে উদযাপনে মাতেন আর্জেন্টিনার ফুটবলাররা। ম্যাচটি শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন মেসি। তিনি জানিয়েছেন, এর চেয়ে ভালোভাবে শিরোপা উদযাপন সম্ভব হতো না। আর্জেন্টিনাকে কোপা জেতানোর মূল নায়ক মেসি বলেছেন, ‘এখানের চেয়ে ভালোভাবে আর কোথাও এই শিরোপা উদযাপন করা যেত না। আমার মা, ভাই দুইজনই স্ট্যান্ডে ছিল…তারা অনেক কষ্ট করেছে আর আজকে তারা এখানে উদযাপন করতে এসেছে। আমি খুবই খুশি।’ তিনি আরও বলেছেন, ‘আমি সত্যিই এটা উপভোগ করতে চাইছিলাম। অনেক সময় ধরে এটার জন্য অপেক্ষা করেছি। আমি এটার দিকে তাকিয়ে ছিলাম আর স্বপ্ন দেখেছি। এটা খুব আলাদা একটা মুহূর্ত হয়েছে যেভাবে ঘটেছে এরপর। অনেক অনেক অপেক্ষার পর।’ পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসি লিখেছেন, এই দিনটির জন্য স্বপ্ন দেখেছেন অনেকদিন ধরে। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়েছেন এমন দিন উপহার দেওয়ায়। তিনি লিখেছেন, ‘এই দিনটির ব্যাপারে আমি অনেক স্বপ্ন দেখেছি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ এমন দিন এসেছে। আপনাদের কাছ থেকে যে ভালোবাসা আমি পেয়েছি, তার কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই। কত সুন্দর রাত, আমি অনেক উপভোগ করেছি। অবিস্মরণীয়।’

অনলাইন ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত