Friday, May 10, 2024

কেশবপুরে উন্নত জাতের ৮হাজার খেজুর গাছের চারা রোপণ

- Advertisement -

কেশবপুর(যশোর)প্রতিনিধিঃ কেশবপুরে উন্নত জাতের খেঁজুর গাছের জাত উন্নয়ন গবেষণা ক্ষেত্রের কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে ওই স্থানের ৩২ শতক জমিতে ১২০টি খেঁজুর গাছের চারা রোপণ করা হয়েছে।ধারাবাহিকভাবে যশোরাঞ্চলে উন্নত জাতের প্রায় ৮ হাজার খেঁজুর গাছের চারা রোপণ করা হবে। ৩১আগস্ট দুপুরে কেশবপুর-মণিরামপুরের সীমান্তবর্তী নাগরঘোপে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে খেঁজুর গাছের জাত উন্নয়ন গবেষণা ক্ষেত্রে ওই চারা রোপণের উদ্বোধন করেন যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।  এসময়  উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ জিয়াউর রহমান, মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান, খেঁজুর গাছ গবেষক প্রকৌশলী নাকিব মাহমুদ, কেশবপুর উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনির হোসেন, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, ইউপি সদস্য রেহেনা ফিরোজ, আব্দুর রহিম প্রমুখ।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত