Monday, May 20, 2024

কেশবপুরে কেন্দ্রীয় কালীমন্দিরে দুর্ধর্ষ চুরি

- Advertisement -

জাকির হোসেন,কেশবপুরঃ- কেশবপুর পৌর শহরের সার্বজনীন শ্রীশ্রী কেন্দ্রীয় কালী মন্দিরে চুরি সংঘটিত হয়েছে। ৮মে গভীর রাতে মন্দিরের পিছনের গ্রিল কেটে মন্দিরে প্রবেশ করে চোরেরা। মায়ের বিগ্রহের মাথার মুকুট,চেন,শাখা বাঁধানো, টিকলী,টিপ, কানের দুল সহ প্রায় ১৫ ভরি সোনা, পায়ের তোড়া,বিছা চেন সহ রুপার প্রায় ১০ ভরি গহনা, ২২টি শাড়ি ও মন্দিরে স্থাপিত সিসি টিভি ক্যামেরার হার্ডডিক্স, পেনড্রাপ চুরি করে নিয়ে যায়। চুরি খবর জানতে পেরে কেশবপুর পৌর ও উপজেলা বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল ৯মে মন্দির পরিদর্শন করেন। দলটির নেতৃত্ব দেন পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুর সামাদ বিশ্বাস সাথে ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুর রাজ্জাক পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবীর সুমন। নেতৃবৃন্দ সনাতনী সমাজের ঐতিহ্য সমৃদ্ধ একটি মন্দিরে সংঘটিত এমন চুরির ঘটনায় মর্মাহত,শোক-সন্তপ্ত সনাতন ধর্মাবলম্বীদের প্রতি সমবেদনা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হোসেন, কেশবপুর উপজেলা বিএনপির আহবায়ক মশিয়ার রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সদর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আলা, যুগ্ম আহবায়ক মাসুদুজ্জামান মাসুদ, রেজাউল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম ও নুরুজ্জামান চৌধুরী, যুগ্ম সম্পাদক আব্দুল হালিম অটল ও জাকির হোসেন সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবন্দ।

রাতদিন ডেক্স/জয়-১০

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত