Monday, May 20, 2024

অস্ত্র মামলায় শার্শার রাজুর ১৭ বছরের জেল

- Advertisement -

যশোরে অস্ত্র মামলায় এক ব্যক্তির পৃথক ধারায় ১৭ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছে একটি আদালত। সাজাপ্রাপ্ত আসামি রাজু ওরফে রাজু আহম্মেদ শার্শা উপজেলার জিরেনগাছা গ্রামের মিয়াজ উদ্দিন ওরফে নেদার ছেলে। বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সুরাইয়া সাহাব এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ১২ ফেব্রæয়ারি বিকেল চারটার পর শার্শা থানা পুলিশের কাছে খবর আসে
কাজীরবেড় মোড়ে একটি হত্যা মামলার আসামি অবস্থান করছে। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালায়। পরে তাকে আটক করে। এসময় তার কোমর থেকে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। এ ঘটনায় শার্শা থানার এসআই মুরাদ হোসেন বাদী হয়ে শার্শা থানায় অস্ত্র আইনের পৃথক দুইটি ধারায় মামলা করেন। মামলাটি তদন্ত করে এসআই সুজাত আলী রাজুকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। বৃহস্পতিবার মামলার রায় ঘোষনার দিনে বিচারক অভিযোগ প্রমাণিত হওয়া রাজুকে একটি ধারায় ১০ বছরের ও অপর ধারায় সাত বছরের কারাদন্ডের আদেশ দেন। আসামির উপস্থিতিতে এ আদেশ দিয়ে রাজুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাতদিন সংবাদ

 

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত