Tuesday, May 7, 2024

চৌগাছার আয়েশা হত্যা মামলায় স্বামীর বিরুদ্ধে চার্জশিট

- Advertisement -
যশোরের চৌগাছা মাঠপাড়ার গৃহবধূ আয়েশা খাতুন হত্যা মামলায় স্বামী সোহেল রানাকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। অভিযুক্ত রানা মাঠপাড়া গ্রামের হাসানুর রহমানের ছেলে। হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ না পাওয়ায় রানার মা ও পিতাকে অব্যাহতির আবেদন করা হয়েছে। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা পরিদর্শক মোহাম্মদ গোলাম কিবরিয়া।
তদন্ত সূত্রে জানা গেছে, যশোর সদর উপজেলার দিয়াপাড়া গ্রামের ইলিয়াস হোসেনের মেয়ে আয়েশা খাতুনের সাথে এক বছর আগে হাফেজ  সোহেল রানার বিয়ে হয়। বিয়ের পর থেকে নির্যাতন করতো রানা।   চলতি বছরের ২৫ এপ্রিল রানা রাতে বাড়ি ফিরলে তার স্ত্রীর সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রানা নিজে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করতে যায়। স্ত্রী বাধা দিলে তার গলা টিপে ধরে রানা। এসময় আয়েশা তার স্বামীকে লাথি মেরে খাটের উপর থেকে ফেলে দেয়। রানা উঠে তার স্ত্রীর মুখে বালিশ চাপা দিয়ে হত্যার পর তার শাড়ি দিয়ে গলায় পেঁচিয়ে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে আত্মহত্যা করেছে বলে চিৎকার করে। পরে রানা তার নানা বাড়ি পালিয়ে যায়।
রাতদিন সংবাদ

 

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত