Monday, May 6, 2024

বিশ্বে করোনায় সংক্রমণ ছাড়াল ১৩ কোটি ১৩ লাখ

- Advertisement -

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বিশ্বের ১৩ কোটি ১৩ লাখ ৬৭ হাজার ৬৭৬ জন মানুষ। এর মধ্যে মারা গেছেন ২৮ লাখ ৫৯ হাজার ৩০৪ জন। আর স্বস্তির খবর এই যে, এ পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ১০ কোটি ৫৭ লাখ ৪০ হাজার ২৭ জন।

রোববার সকালে করোনাভাইরাস সংক্রান্ত পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য পাওয়া গেছে।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন তিন কোটি ১৩ লাখ ৮৩ হাজার ১২৬ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৬৮ হাজার ৫১৩ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৩৮ লাখ ৯৪ হাজার ৬৩২ জন।

আক্রান্তে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে সংক্রমিত হয়েছেন এক কোটি ২৯ লাখ ৫৩ হাজার ৫৯৭ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে তিন লাখ ৩০ হাজার ২৯৭ জনের। তবে ১ কোটি ১৩ লাখ ৫ হাজার ৭৪৬ জন সুস্থ হয়েছেন।

আক্রান্তে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ কোটি ২৪ লাখ ৮৫ হাজার ৫০৯ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৬৪ হাজার ৬৫৫ জন। আর সুস্থ হয়েছেন এক কোটি ১৬ লাখ ২৯ হাজার ২৮৯ জন।

ফ্রান্সে করোনায় সংক্রমিত হয়েছেন ৪৭ লাখ ৪১ হাজার ৭৫৯ জন। এর মধ্যে মারা গেছেন ৯৬ হাজার ৪৯৩ জন। আর সুস্থ হয়েছেন ২ লাখ ৯৭ হাজার ৭৩৪ জন।

এদিকে তালিকায় পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৫ লাখ ৭২ হাজার ৭৭ জন। ভাইরাসটিতে মারা গেছেন এক লাখ ১৭ জন। এরই মধ্যে ৪১ লাখ ৯৫ হাজার ৮৬৯ জন সুস্থ হয়েছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে।

অনলাইন ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত