Friday, May 10, 2024

কেশবপুরে ১০ জুয়াড়ি আটক

- Advertisement -

কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার রাতে ১০ জুয়াড়িকে গ্রেফতার করেছে। এ ঘটনায় ১০ জুয়াড়িসহ দোকান মালিককে আসামি করে থানায় মামলা হয়েছে। একইসাথে শুক্রবার তাদেরকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নির্দেশে বৃহস্পতিবার রাতে উপ-পরিদর্শক ফজলে রাব্বি পুলিশ ফোর্স নিয়ে উপজেলার মাগুরখালী বাজারে কন্দর্পপুর গ্রামের আনিছুর রহমান সরদারের ছেলে হাসানুজ্জামানের দোকানে অভিযান চালিয়ে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার সময় ১০ জুয়াড়িকে হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জুয়াড়িরা হলেন- বড়েঙ্গা গ্রামের মোসলেম মোল্যার ছেলে রিপন হোসেন (৩০), একই গ্রামের মৃত শাহাজাহানের ছেলে আলমগীর হোসেন (২৫), মোকছেদ আলী মোল্যার ছেলে সিরাজুল ইসলাম (৩৭), সাজ্জাদ আলীর ছেলে আলমগীর হোসেন (৩০), আবুল কাসেম সরদারের ছেলে জুয়েল রানা (২৮), মাগুরখালী গ্রামের আব্দুল মালেকের ছেলে নাজমুল হুদা (৩০), আব্দুল মজিদের ছেলে মফিজুর রহমান (২৮), আব্দুল করিমের ছেলে ইউনুস আলী সরদার (৩০), কন্দর্পপুর গ্রামের মুনছুর আলী গাজীর ছেলে ফারুক হোসেন (২৯) ও মৃত আমিন উদ্দীন সানার ছেলে আব্দুর রউফ (৪০)।উপ-পরিদর্শক ফজলে রাব্বি বলেন, এ ঘটনায় দোকান মালিক হাসানুজ্জামানের বিরুদ্ধেও মামলা হয়েছে। সে পালাতক রয়েছে। এ সময় তাদের নিকট থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন জানান, জুয়া খেলার অপরাধে কাউকে ছাড় দেওয়া হবে না। এ উপজেলায় কোথাও যদি জুয়া খেলার খবর আসে তাদের বিরুধে তাৎক্ষণিক ভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গ্রেফতারকৃত জুয়াড়িদের নামে মামলা হয়েছে। শুক্রবার তাদেরকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

কেশবপুর প্রতিনিধি

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত