Friday, April 26, 2024

করোনায় মধ্যপ্রাচ্য সফর বাতিল করলো পিএসজি

- Advertisement -

করোনাভাইরাস মহামারির কারণে মধ্যপ্রাচ্যে আসন্ন সফর বাতিল করেছে পিএসজি। সেই সঙ্গে বাতিল করা হয়েছে তাদের সৌদি আরব সফরও।এক বিবৃতিতে পিএসজির পক্ষ থেকে জানানো হয়েছে, ”ফ্রান্সে বর্তমান করোনার যা পরিস্থিতি তাতে পিএসজি ২০২২ সালে কাতারের শীতকালীন সফর বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। খেলোয়াড় ও স্টাফদের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’আগামী রবিবার থেকে শুরু হওয়া তিন দিনের অনুশীলন ক্যাম্পের জন্য ফরাসি লিগে শীর্ষে থাকা পিএসজির কাতারের উদ্দেশে শনিবার দেশত্যাগের কথা ছিল। আগামী ১৯ জানুয়ারি সৌদি আরবের রাজধানী রিয়াদে কাতারের বিপক্ষে একটি প্রীতি ম্যাচও তাদের খেলার কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে তাদের মধ্যপ্রাচ্যের সেই সফর বাতিল করা হয়েছে।নতুন বছরের শুরুতেই পিএসজি শিবিরে করোনা হানা দেয়। নতুন করে আক্রান্ত হয়েছেন ডি মারিয়া ও জুলিয়ান ড্রাক্সলার। এ কারণে গত রবিবার লিঁওর বিপক্ষে লিগ কাপের ম্যাচে তারা খেলতে পারেননি। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।এর আগে বড়দিনের ছুটি কাটাতে আর্জেন্টিনা গিয়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন লিওনেল মেসি।

অনলাইন ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত