Saturday, December 6, 2025

ওয়ার্নার-হেডের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার দ্রুততম শতরান

ধর্মশালায় টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ৮.৫ ওভারেই দলীয় শতরান তুলে নিয়েছে অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড। ওডিআই ক্রিকেটে এটি তৃতীয় সর্বোচ্চ রানের রেকর্ড।

ট্রাভিস হেড ইনজুরি কাটিয়ে বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে খেলতে নেমেই চলতি আসরের দ্রুততম ফিফটি হাঁকান। মাত্র ২৫ বলে অর্ধশতকের দেখা পেলেন। অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে দ্রুততম ফিফটির রেকর্ড গ্লেন ম্যাক্সওয়েলের। ২০১৫ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ২১ বলে পঞ্চাশ ছুয়েছেন তিনি।

অন্য প্রান্তে ডেভিড ওয়ার্নার বিশ্বকাপে ব্যাটিংটা যে দারুণ উপভোগ করছেন সে আর বলতে! আগের দুই ম্যাচে পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। আজও এরই মধ্যে পঞ্চাশ ছাড়িয়েছে ব্যক্তিগত সংগ্রহ।

নিউজিল্যান্ডের হয়ে কোনো বোলারই এখনও পর্যন্ত সুবিধা করতে পারেননি। তাদের হয়ে সবচেয়ে খরুচে বোলিং করেছেন ম্যাট হ্যানরি। মাত্র ৩ ওভারেই প্রায় ১৫ ইকোনমিতে ৪৪ রান দিয়েছেন।

ওয়ার্নার-হেডের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ বেশ ভয়ঙ্কর হয়ে উঠেছে। নিউজিল্যান্ডের বোলারদের জন্য এই ম্যাচটি বেশ কঠিন হতে যাচ্ছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর