Saturday, December 6, 2025

সাতক্ষীরায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে মামাতো-ফুফাতো দুই ভাই নিহত

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় দ্রুতগামী বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মামাতো-ফুফাতো দুই ভাই নিহত হয়েছে। শুক্রবার বেলা ১২ টার দিকে সাতক্ষীরার আশাশুনি সড়কে ব্রহ্মরাজপুরের কালেরডাঙ্গা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার দহাকুলা গ্রামের শেখ আরেফিনের পুত্র শেখ মাওয়াজ হোসেন (২২) এবং খুলনা বহেরা এলাকার শেখ নাফিজের পুত্র শেখ মাহিম (২২)।

স্থানীয়রা জানায়, শেখ মাওয়াজ হোসেন ঢাকায় পড়াশোনা করত। গতকাল রাতে বাড়ি ফিরেছে। সকালে দুই ভাই বাড়ি থেকে আশাশুনির দিকে বেড়াতে যাচ্ছিল। পথে আশাশুনি থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে ছেড়ে আসা দ্রুতগামী একটি বাস তাদের মোটরসাইকেলে সরাসরি ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

সাতক্ষীরা সদর থানার ইনচার্জ মহিদুল ইসলাম জানান, ঘাতক বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর