সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে তালা উপজেলার সুভাষণী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালক শেখ মেহেদী রেজা (৩৫) দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের শেখ মোস্তাক আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শেখ মেহেদী সাতক্ষীরা থেকে মোটরসাইকেল যোগে খুলনায় যাওয়ার পথে তালা উপজেলার সুভাষণী বাজার নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে ড্রাম বোঝাই একটি ট্রাক এসে ধাক্কা দিলে রাস্তার মধ্যে পড়ে যান এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ডাম্পার ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক এবং হেলপার পালিয়ে গেছে।
তিনি আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।
এই ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।







