দিল্লি, ২৫ অক্টোবর ২০২৩: বিশ্বকাপের ইতিহাসে ১০ ওভার বল করে সর্বোচ্চ রান খরচা করার নতুন রেকর্ড গড়েছেন নেদারল্যান্ডসের বোলার বেস ডি লিডি। বুধবার (২৫ অক্টোবর) দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০ ওভার বল করে ১১৫ রান দিয়েছেন তিনি।
অস্ট্রেলিয়ার ব্যাটাররা ডি লিডিকে একের পর এক চার-ছক্কা হাঁকিয়ে তুলোধুনো করেছেন। ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, মার্নাস লাবুশেনরা তার বলে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন।
এর আগে এই রেকর্ডটি ছিল আফগানিস্তানের রশিদ খানের দখলে। ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ৯ ওভার বল করে ১১০ রান দিয়েছিলেন রশিদ খান।
বিশ্বকাপে ব্যাটারদের হাতে মার খাওয়ার তালিকায় শীর্ষ পাঁচের মধ্যে আরও আছেন নিউজিল্যান্ডের মার্টিন স্নেডেন (১২ ওভারে ১০৫ রান), ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার (১০ ওভারে ১০৪ রান) এবং আফগানিস্তানের দৌলত জাদরান (১০ ওভারে ১০১ রান)।
ডি লিডির এই রেকর্ড নতুন করে দেখা দিল বিশ্বকাপে ব্যাটারদের বিধ্বংসী রূপের প্রমাণ।







