ওয়াসি মোহাম্মদ সাদিক: দুর্গাপূজা উপলক্ষে টানা চারদিন বন্ধ থাকার পর বুধবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। তবে ভারত থেকে আমদানি পণ্য এখনও আসেনি।
বেনাপোল কাস্টমস কার্গো শাখার রাজস্ব অফিসার আব্দুল আজিজ রাতদিন নিউজকে জানান, বুধবার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে ভারতে ১৫টি ট্রাকে পণ্য রপ্তানি হয়েছে। তবে ভারত থেকে আমদানি পণ্য নিয়ে কোনো ট্রাক এখনও বেনাপোল বন্দরে আসেনি।
ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড এফওয়াডিং এজেন্টস ষ্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, মঙ্গলবার রাতে স্লটের কোনো ট্রাক আসেনি পেট্রাপোল বন্দরে। আজ রাতে স্লটের ট্রাক আসবে। আজ কিছু মাল ভারতে থেকে বাংলাদেশে রপ্তানি হবে, আগামীকাল বৃহস্পতিবার রপ্তানি বাড়বে।
দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর টানা চারদিন বন্ধ ছিল। এতে দুই দেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম ব্যাহত হয়েছিল। বুধবার সকাল থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হওয়ায় দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ৫০০ কোটি টাকার পন্য আমদানি-রপ্তানি হয়।







