লখনৌতে নেদারল্যান্ডসের বিপক্ষে ৫ উইকেট ও ১০ বল হাতে রেখে জয় পেয়েছে শ্রীলঙ্কা। এই জয়ে টানা তিন হারের পর অবশেষে জয় পেল সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।
টস জিতে প্রথমে ব্যাটিং নেমে নেদারল্যান্ডস ২৬২ রানে অলআউট হয়। সাইবেন এনজেলব্রেখট ৭০ ও লগান ফন বিক ৫৯ রানের ইনিংস খেলেন। শ্রীলঙ্কার হয়ে দিলশান মাদুশঙ্কা ও কাসুন রাজিথা ৪টি করে উইকেট নেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে ১০৩ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল শ্রীলঙ্কা। তবে সাদিরা সামারাবিক্রমার অপরাজিত ৯১ রানের ইনিংসে জয় নিশ্চিত করে লঙ্কানরা।
সামারাবিক্রমা ১০৭ বলে ৭টি বাউন্ডারি হাঁকান। এছাড়া চারিথ আসালাঙ্কা ৪৪ ও ধনঞ্জয়া ডি সিলভা ৩০ রানে অপরাজিত থাকেন। নেদারল্যান্ডসের আরিয়ান দত্ত ৩টি উইকেট নেন।
এই জয়ে শ্রীলঙ্কা পয়েন্ট টেবিলে ৯ নম্বরে উঠে এসেছে। আর নেদারল্যান্ডস ১০ নম্বরে রয়েছে।







