Saturday, December 6, 2025

দুর্গাপুজো এখন সর্বজনীন উৎসব : পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী

পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, দুর্গাপুজো শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি এখন সর্বজনীন উৎসব।

শুক্র ও শনিবার বিকেলে থেকে রাত পর্যন্ত যশোরের ঝাঁপা, খেদাপাড়া, শ্যামকুড় ও দূর্বাডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন মন্ডপে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আবহমান কাল ধরে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম যার যার, উৎসব সবার। এই মন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশে আমরা সব ধর্মীয় উৎসব একসঙ্গে পালন করি। আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সকলে মিলে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। এই দেশ আমাদের সকলের। বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি। প্রত্যেকে যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করছে। আওয়ামী লীগ সরকার জাতি-ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে সবার উন্নয়ন করে যাচ্ছে।’

দুর্গাপুজো উপলক্ষে প্রতিমন্ত্রী হিন্দু ধর্মাবলম্বীসহ সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন। একইসাথে তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

প্রতিমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি পৌরমেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বসির আহম্মেদ খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যুবলীগের আহ্বায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম জিন্নাহ, ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, আওয়ামী লীগ নেতা অজিত কুমার ঘোষ, সামছুর রহমান, অধ্যক্ষ চঞ্চল ভট্টাচার্য্য, শাহিনুর রহমান শাহিন, মনিরুজ্জামান মনি, মিজানুর রহমান, ডা: সুশান্ত কুমার, সুবোধ কুমার সরকার, মুজিবুর রহমান ও দিপক কুমার রায়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর