লোহাগড়া প্রতিনিধিঃ ফিলিস্তিনিদের উপর বর্বরতা হামলা,হত্যা ও নির্যাতনের প্রতিবাদে নড়াইলের লোহাগড়া ইমাম পরিষদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে লোহাগড়া ইমাম পরিষদ শনিবার(২১ অক্টোবর) সকাল ১০টার দিকে লোহাগড়ার লক্ষীপাশার আরএলপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বটমুলে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ধর্মপ্রান মুসলমান বিক্ষোভ মিছিল নিয়ে যোগ দেয়। পরে সমাবেশে উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন,মাওঃ হুসাইন আহম্মেদ,মাওঃ মঈনুল ইসলাম,মুফতি দেদারুল ইসলাম,মাওঃ ওহিদুজ্জামান, মঞ্জুরুল করিম মুন,মাওঃ রুহুল্লাহ,হাঃ আমিনুর রহমান,হাঃ ইউসুব আলী,কারী সাইফুল্লাহ,মাওঃ মনিরুল ইসলাম,হাঃ মোস্তাফিজুর রহমান,মুফতি ইসমাতুল্লাহ,মুফতি আবু তাহের,মুফতি মাজেদুল ইসলাম,হাঃ আরিফুজ্জাৃমান হেলারী ও মাঃ আবুল খয়ের প্রমুখ। বক্তরা ফিলিস্তিনির নির্যাতিত মুসলমানদের পক্ষে যে যেভাবে পারেন সাহায্য করার আহব্বান জানান ও ইসলামের শত্রু ইস্রাইলের ৭২৯ নং কোর্ডের বিভিন্ন পন্য ক্রয় না করার আাহব্বান জানান। বক্তরা ফিলিস্তিনিদের উপর হামলা,হত্যা ও বিভিন্ন ভাবে নির্যাতিত হওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
রাতদিন ডেস্ক/জয়-০১







