কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ ও মাদক বিরোধী কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২০অক্টোবর সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের যুগ্মসচিব কাজী মোশতাক জহির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ কাজী রফিকুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তর যশোরের উপ-পরিচলক শাহীদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রশিক্ষাণার্থী সুফিয়া খাতুন শিখা, রবিউল ইসলাম প্রমুখ। পরিচালনায় উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলোক সিকদার।
রাতদিন ডেস্ক/জয়-০৬







