Friday, December 5, 2025

যশোরে দুই দিনব্যাপী ‘কিশোর সাংবাদিকতা ও এআই’ প্রশিক্ষণের উদ্বোধন

যশোরে কিশোরদের লেখালেখি ও যোগাযোগ দক্ষতা বাড়াতে দুই দিনব্যাপী ‘কিশোর সাংবাদিকতা ও এআই’ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার সকালে ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপাল কলেজে এ কর্মশালার উদ্বোধন করা হয়।

ডেটা-এর আয়োজন করা কর্মশালায় সহযোগিতা করছে যশোর চেম্বার অফ কমার্স ও এম. ইউ. সী ফুডস লিমিটেড। সরকারি কলেজগুলোর ৪০ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রশিক্ষণ দিচ্ছেন সাংবাদিক মনিরুল ইসলাম।

বক্তারা বলেন, এআই ব্যবহারের মাধ্যমে তথ্য যাচাই, লেখা তৈরির দক্ষতা অর্জন ভবিষ্যতে শিক্ষার্থীদের আরও যোগ্য করে তুলবে। শনিবার সমাপনী পর্বে অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর