Friday, December 5, 2025

যশোর বেজপাড়ায় হিন্দু মৃত দম্পতির ওয়ারিশহীন জমি দখলের অভিযোগ

যশোরের বেজপাড়া এলাকায় হিন্দু মৃত দম্পতি অনিতা রানী মণ্ডল ও ফটিক চন্দ্র মণ্ডলের ওয়ারিশহীন জমি জাল কাগজপত্র তৈরি করে তিন দফা বিক্রির অভিযোগ উঠেছে।

দালালচক্র মৃত মালিককে জীবিত দেখিয়ে ভুয়া এনআইডি, জাল ওয়ারিশ এবং জাল দলিল তৈরি করে জমি দখল ও লেনদেন সম্পন্ন করে বলে অভিযোগ স্থানীয়দের। এতে ভূমি অফিসের কিছু কর্মচারী ও পুলিশের যোগসাজশ থাকার কথাও বলা হচ্ছে।

জমিটি ২০২০, ২০২৪ ও ২০২৫ সালে তিনবার বিক্রি হয়। স্থানীয়রা চার দফা দাবি তুলে ধরেছেন—সব জাল দলিল বাতিল, দায়ীদের বিরুদ্ধে মামলা, জমির রাষ্ট্রীয় সুরক্ষা এবং দুর্নীতিতে জড়িতদের শাস্তি।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর