জমি-জমা বিরোধের জেরে যশোরের ঝিকরগাছায় চাচা–ভাতিজার সংঘর্ষে আব্দুর রাজ্জাক (৫৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার বাঁকড়া ইউনিয়নের উজ্জ্বলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের তথ্যে জানা যায়, দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে ঝগড়ার একপর্যায়ে রাজ্জাকের ওপর লোহার শাবল ও লাঠিসোটা দিয়ে হামলা চালায় তার ভাই শহিদুল, ভাতিজা নাজমুল ও ভাবি আকলিমা। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে থানা পুলিশ।







