Friday, December 5, 2025

কিউইরা ২৮৯ রানের লক্ষ্য দিল আফগানদের

ব্যাট হাতে দারুণ শুরু করে আফগানিস্তানের বিপক্ষে চাপে পড়ে গিয়েছিল নিউজিল্যান্ড। এক রানের ব্যবধানে ৩ উইকেট হারায় তারা। ওই বিপর্যয় সামলে ৬ উইকেটে ২৮৮ রানের সংগ্রহ পেয়েছে কিউইরা।

চেন্নাইয়ে টস হেরে ব্যাট করতে নেমে ৩০ রানের জুটি দিয়ে ফিরে যান ডেভন কনওয়ে। তিনি ২০ রান করেন।

 

ওই ধাক্কা সামাল দেন নেতৃত্বভার পাওয়া টম ল্যাথাম ও গ্লেন ফিলিপস। তারা ১৪৫ রানের জুটি দেন। ফিলিপস খেলেন ৮০ বলে ৭১ রানের ইনিংস। চারটি করে চার ও ছক্কা মারেন তিনি। ল্যাথাম ৭৪ বলে ৬৮ রানের ইনিংস খেলেন। তিনটি চার ও দুটি ছক্কা আসে তার ব্যাট থেকে। শেষে মার্ক চাপম্যান ১২ বলে ২৫ রানের ইনিংস খেলেন। আফগানদের হয়ে নবীন উল ও উরমজাই দুটি করে উইকেট নিয়েছেন।

 

রাতদিন ডেস্ক/জয়-০৬
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর