যশোরের অভয়নগর থানায় একটি চাঞ্চল্যকর অভিযোগ দায়ের করা হয়েছে। বাদী খাইরুন হক ময়নার দাবি, বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েদের বিবাহ করে বাচ্চা জন্মদিয়ে তা বিক্রি করেন মোঃ সানি।
খাইরুন হক ময়না অভিযোগ পত্রে বলেন, ৭ বছর পূর্বে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার বন্দ মান্দাইলের মোঃ সানির সাখে ঢাকাতে পরিচয় হয়। ৭ মাস পূর্বে বিবাদী তাহার ব্যবহৃত মোবাইল ফোনে তাহার জন্য কাজ দেখার কথা বলে। আমি বিবাদীর কথাই রাজি হইয়া সরল মনে বিবাদীকে অভয়নগর থানাধীন বিসমিল্লাহ হোটেলে কাজ দেখে দিই। এক পর্যায়ে মোঃ সানি বিসমিল্লাহ হোটেলে কাজ করা শুরু করে। মোঃ সানি বিভিন্ন মেয়েদেরকে বিবাহের প্রলোভন দেখাইয়া বিবাহ করে এবং বাচ্চা জন্মদিয়ে বাচ্চা বিক্রি করে।
৫ মাস আগে মোঃ সানি আমাকে বিবাহের প্রস্তাব দেয় এবং বাচ্চা বিক্রি করার কথা বলে। আমি তার কথাই রাজি না হলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমাকে জানে শেষ করার হুমকি দেয়।
খাইরুন হক ময়না আরো বলেন, আমি মোঃ সানির কথাই রাজি না হওয়ায় সে আমার ছবির সাথে তাহার ছবি এডিট করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়ে আমার শ্রীলতাহানী ও মানহানী করেছে।
মোঃ সানি আমার ছবি ব্যবহার করিয়া ফেসবুক, ইউটিউব, টিকটক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি দেহ ব্যবসায়ী সহ অকথ্য ভাষা ব্যবহার করে আমার সম্মানহানী করে। সানির নিকট এমন কর্মকান্ডের কারন জানতে চাইলে সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং গুলি করে হত্যা করার হুমকি দেয়।
পুলিশ জানান, অভিযোগটি আমলে নেওয়া হয়েছে। তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।







