মণিরামপুর প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত করার ঘোষণা দিয়েছে মণিরামপুর উপজেলা আওয়ামী লীগ। সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এই ঘোষণা দেওয়া হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। তিনি বলেন, “উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এদেশের জনগণ আবারো জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী দেখতে চাই। সব ষড়যন্ত্র উপেক্ষা করে শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় সংসদ সদস্য নির্বাচন অনুষ্ঠিত হবে। এ দেশকে অতি দরিদ্র দেশ হিসেবে মনে করা হতো। কিন্তু বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক এগিয়ে নিয়ে গেছে। দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল মজিদ। তিনি বলেন, “শেখ হাসিনাই একমাত্র নেতা যিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন। তাই আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে হবে।”
সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেন বলেন, “আমরা আগামী নির্বাচনে শেখ হাসিনাকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করব। আমরা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলব।”
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গৌর কুমার ঘোষ, মিকাইল হোসেন, অনন্ত দেবনাথ, কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও জেলা কৃষকলীগের সহ-সভাপতি এস এম ইয়াকুব আলী, আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক বাবুল আক্তার বাবলু, ইউপি চেয়ারম্যান গাজী মাযাহারুল আনোয়ার, আইন বিষয়ক সম্পাদক সুব্রত ব্যানার্জী, কোষাধ্যক্ষ বিপ্লব কুমার ঘোষ বাপ্পী, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মিলন ঘোষাল, শ্রম বিষয়ক সম্পাদক কাউন্সিলর আদম আলী, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাহাবুর রহমান, সাধারণ সম্পাদক রমেশ দেবনাথ, উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।







