যশোরের মনিরামপুর উপজেলায় সোমবার সকালে এক যুবলীগ নেতা ও কলেজের প্রভাষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবলীগ নেতার নাম উদয় শংকর বিশ্বাস। তিনি নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং নেহালপুর স্কুল অ্যান্ড কলেজের সংস্কৃত বিষয়ের সহকারী অধ্যাপক ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ৭টার দিকে উদয় শংকর উপজেলার পাঁচকড়ি গ্রামের বৈকালী সড়কে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে আহত হন। পেছন দিক থেকে তাকে গুলি করা হয়। স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উদয় শংকর উপজেলার পাঁচকড়ি গ্রামের রণজিৎ বিশ্বাসের ছেলে। তিনি ২০১৯ সালের ২৬ ডিসেম্বর নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি নির্বাচিত হন।
সহকারী পুলিশ সুপার আশেক সুজা মামুন বলেন, সন্ত্রাসীদের ধরতে পুলিশের অভিযান চলছে।
উদয় শংকরের মৃত্যুতে উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের পরিবারের দাবি, উদয় শংকরের রাজনৈতিক কারণে হত্যা করা হয়েছে।
পুলিশ বলছে, বিষয়টি তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।







