মণিরামপুর প্রতিনিধি: চালুয়াহাটির ইউপি’র সাবেক চেয়ারম্যান ও বিএনপির যুগ্ম আহ্বায়ক সদ্য প্রয়াত বজলুর রহমান স্মরণে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মণিরামপুর থানা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভায় সভাপতিত্ব করেন থানা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মুছা। অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক আবদুল হাই, থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক। আরো বক্তব্য রাখেন পৌর বিএনপি নেতা জুলফিকার আলী ভ’ট্টো, একে আজাদ, চালুয়াহাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল ওয়াদুদু, আবদুর রশিদ, থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোক্তার হোসেন, মিজানুর রহমান, আবু জাফর, আসলাম হোসেন, ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমান, কামরুজ্জামান প্রমুখ। এরপর হাফেজ হেলাল উদ্দিনের পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, থানা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মুছার ছোটভাই বজলুর রহমান লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে ভারতের হায়দ্রাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ অক্টোবর ইন্তেকাল করেন।







