Saturday, December 6, 2025

ভালুকায় অবসরপ্রাপ্ত বিভাগীয় ইন্জিনিয়ারের বাড়ি ও জমি দখলের চেষ্টা

শিপন রানা ভালুকা প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় অবসরপ্রাপ্ত বিভাগীয় ইন্জিনিয়ার গোলাম মোস্তফার ক্রয়কৃত জমিতে নির্মিত একতালা বাড়ি এবং জমি অবৈধ দখলধারের অত্যাচারে অবসর প্রাপ্ত কর্মকর্তা মানহানির আশংন্কায় শংকিত। সরেজমিনে গিয়ে দেখা যায় গোলাম মোস্তফা ৯৭এবং ৯৮খতিয়ানে ১৯৮৯ ১৯৯০:১৯৯১ সালে সাকুর্লে ১.৫৩ শতাংশ জমি ক্রয় করে একটি একতালা পাকা বাড়ি এবং মাটির বাড়ি নির্মান করেন। তিনি চাকুরীর সুবাদে এলাকায় না থাকায় তার এক ভাই আতিকুলকে জমি এবং বাড়ি রক্ষণাবেক্ষণের জন্য বাড়িতে থাকতে দেন।বাড়িতে থাকা অবস্হায় আতিকুল এবং তার মেয়ে লাকি আক্তার একটি দলিল শৃজনকরে বাড়ি এবং জমির মালিকানা দাবি করে বিষয়টি অবসরপ্রাপ্ত কর্মকর্তার নজরে আসলে তিনি আতিকুলকে বাড়ি ছেড়ে দিতে বলেন কিন্তু আতিকুল বাড়ি না ছেড়ে এই কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন সময় হয়রানি মুলক মামলা মোকদ্দমার সৃষ্টি করে। এব্যাপারে স্হানীয় ভাবে কয়েকবার শালিশ করেও বিষয়টি নিষ্পত্তি করা সম্ভব হয়নি পরবর্তী সময়ে ইউনিয়ন পরিষদে গোলাম মোস্তফা একটি অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ ও চেয়ারম্যান বিষয়টি নিষ্পত্তি করেন। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকরাম হোসাইন এই শালিসে আগামী দুই মাসের মধ্যে জমি ও বাড়ি ছেড়ে দেওয়ার জন্য আতিকুলকে নির্দেশ প্রদান করেন এবং এই সালিশে আতিকুল কে আরো ১২ শতাংশ জমি ছেড়ে দেয়ার জন্য মোস্তফা ইঞ্জিনিয়ার কে বলেন। এই সিদ্ধান্তের আলোকে আতিকুল কে ১২ শতাংশ এবং তার পতৃক সম্পত্তিসহ মোট ৩২ শতাংশ জমি আমিনদ্বারা পরিমাপ করে বুঝাইয়া দেওয়া হয়। তিনি এই সিদ্ধান্ত অবমাননা করে বিভিন্নভাবে এই অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে বিভিন্ন প্রকার ভয় ভীতি এবং হত্যার হুুমকি দিয়ে আসছে এ ব্যাপারে এই প্রতিনিধি সরেজমিনে উপস্থিত হয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিক্রেতাদের জবানবন্দী গ্রহণ করে এ সময় আতিকুল ও তার মেয়ে লাকি এই প্রতিবেদককে জানায় এটা আমার বাবার জমি আমরা কেন জমি ছেড়ে দিবো। গোলাম মোস্তফার সাথে যোগাযোগ করা হলে তিনি তার জমির দলিল এবং জমা খারিজ বিআরএস এর কপি দেখান। তিনি বলেন এটা আমার ক্রয়কৃত জমি।

রাতদিন ডেস্ক/জয়-০১

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর