Saturday, December 6, 2025

৩৩ বছর পর মুর্শিদাবাদে বাবরি মসজিদ ভিত্তিপ্রস্তর আজ

ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় আজ (শনিবার) একই নামে একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর।

এ ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদে যেন কোনো সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি না হয়, সে জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালত বলেছে, শৃঙ্খলা রক্ষা ও নাগরিকদের জীবন–সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতকে জানান, সম্ভাব্য অশান্তি ঠেকাতে বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে। ডেপুটি সলিসিটার জেনারেল রাজদীপ মজুমদার বলেন, সিআইএসএফের ১৯টি কোম্পানি এলাকায় উপস্থিত রয়েছে।
শুক্রবার সন্ধ্যা থেকে র‌্যাফসহ প্রায় ৩,৫০০ সদস্যের একটি নিরাপত্তা দল রেজিনগরসহ আশপাশের এলাকায় কাজ করছে। জাতীয় সড়ক ১২–এর নিরাপত্তার জন্য বিএসএফের দুটি কোম্পানি প্রস্তুত রয়েছে।

হাইকোর্টের নির্দেশের পর রাজ্য সরকার ও কেন্দ্রীয় সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে।
তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ পুরো ঘটনাটিকে ‘ষড়যন্ত্র’ বলে দাবি করেছেন। তাঁর অভিযোগ, নির্বাচনকে সামনে রেখে বিরোধীরা তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে।

রাজ্যপাল সিভি আনন্দ বসুও শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি রাজভবনে একটি বিশেষ ‘অ্যাক্সেস পয়েন্ট সেল’ গঠন করেছেন, যাতে কোনো অশান্তি দেখা দিলে তাৎক্ষণিক পর্যবেক্ষণের ব্যবস্থা থাকে।

হুমায়ুন কবীর জানান, অনুষ্ঠানের মূল অংশ দুপুর ১২টায় শুরু হবে। দুই ঘণ্টা কোরআন তিলাওয়াত চলবে। কোনো বক্তৃতা, রাজনৈতিক পতাকা বা প্রতিনিধিত্ব থাকবে না। তিনি বলেন, তিন বছরে মসজিদ নির্মাণ শেষ হবে এবং অর্থ জোগাবেন সাধারণ ধর্মপ্রাণ মুসলমানেরা। এ ছাড়া অনুষ্ঠান শান্তিপূর্ণ করতে তিনি পুলিশের সহযোগিতা চান।

১৯৯২ সালের আজকের দিনেই ধ্বংস করা হয়েছিল অযোধ্যার বাবরি মসজিদ। সেই ঘটনাকে ঘিরে কলকাতা হাইকোর্টেও মামলা হয়েছিল।
এছাড়া আট মাস আগে মুর্শিদাবাদেই ওয়াক্‌ফ (সংশোধনী) আইনের প্রতিবাদে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়েছিল—সেই অভিজ্ঞতার কারণে এবার আরও সতর্ক প্রশাসন।

অনলাইন ডেস্ক/আর কে-০৫

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর