Friday, December 5, 2025

শ্রীপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

তাছিন জামান, মাগুরা।। মাগুরার শ্রীপুর থানার নাকোল পুলিশ ক্যাম্পের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ মোঃ শহিদুল ইসলাম নামের এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মাগুরার পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা, পিপিএম(বার) এর নির্দেশে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে মাদক উদ্ধারে ব্যাপক অভিযান পরিচালনা করে এরই ধারাবাহিকতায় মাগুরার শ্রীপুর থানার অফিসার ইনচার্জের তত্বাবধানে নাকোল পুলিশ ক্যাম্পের এসআই মোঃ লালটু রহমান এর নেতৃত্বে একটি টিম মঙ্গলবার বিকেলে শ্রীপুর থানার নাকোল ইউনিয়নের ওয়াপদা মোড়ে চেকপোস্ট স্থাপন করে ঝিনাইদহ থেকে আসা বরিশালাগামী তুহিন পরিবহনের (যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৪-১২৭০) বাসের যাত্রী মোঃ শহিদুল ইসলাম (৪২) পিতা- মৃত জহুরুল ইসলাম, সাং-চর- খাজুরা থানা- ঝিনাইদহ সদর জেলা- ঝিনাইদহ এর কাছ থেকে ৩০০ (তিনশত ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ তাকে হাতেনাতে গ্রেফতার করে। পুলিশ জানায়,সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। এ ব্যাপারে শ্রীপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এ মামলা করা হয়েছে।

রাতদিন ডেস্ক/জয়-০৯

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর