Saturday, December 6, 2025

যশোরে বিজিবি’র হাতে কোটি টাকাসহ এক অর্থ পাচারকারী আটক

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) আজ ১১ অক্টোবর ২০২৩ তারিখ বেনাপোল আইসিপি এলাকায় অভিযান চালিয়ে ৯০,০০০ মার্কিন ডলার, ১,৬১০ ভারতীয় রুপি এবং ৩২,৪৮০ বাংলাদেশী টাকাসহ ১ জনকে গ্রেফতার করেছে।

ভারত হতে আগত একজন পাসপোর্টধারী যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তার সাথে থাকা ব্লেন্ডার মেশিনের ভেতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৯০,০০০ ইউএস ডলারসহ তাকে আটক করা হয়। যার বর্তমান মূল্য ৯৯,০৫,৪০০/- (নিরানব্বই লক্ষ পাঁঁচ হাজার চারশত) টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী মোঃ মানিক মিয়া’র কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায় বাড়ি। অর্থ পাচারকারী বাংলাদেশী নাগরিক বলে স্বীকার করে এবং উক্ত ইউএস ডলার সে অবৈধভাবে হুন্ডি/মানি লন্ডারিং উদ্দেশ্যে বহন করছিল। পরবর্তীতে তার লাগেজ/ব্যাগ তল্লাশি করে ভারতীয় ১৬১০ রুপি এবং বাংলাদেশী নগদ ৩২,৪৮০/- টাকা জব্দ করা হয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর