Friday, December 5, 2025

দৌলতপুরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

খুলনার দৌলতপুরের এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ করা হচ্ছে। এ ঘটনায় জড়িত রাব্বী হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে। জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার (৩ নভেম্বর) পাঁচদিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ।   মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুব্রতকুমার বাড়ৈ জানান, দৌলতপুরের কবীর বটতলা এলাকার এক গৃহবধূর সঙ্গে রাব্বীর পূর্ব পরিচয় ছিল। ওই গৃহবধূ পরিত্যক্ত প্লাস্টিক কুড়িয়ে বিক্রি করেন। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় রাব্বী তার নসিমনে ওই গৃহবধূকে ঘুরতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর বিভিন্ন স্থানে ঘোরার এক পর্যায়ে পাশের বাঁশপট্টি এলাকায় নিয়ে শাকিল ও আসিফ নামে দুই যুবকের সহায়তায় ওই গৃহবধূকে ধর্ষণ করে। এ ঘটনায় নির্যাতিতের মা বাদী হয়ে দৌলতপুর থানায় তিনজনকে আসামি করে মামলা করেন।
এসআই সুব্রতকুমার বাড়ৈ আরো জানান, ঘটনার রাতেই অভিযান চালিয়ে রাব্বীকে তার বাড়ি থেকে আটক করা হয়। এরপর মঙ্গলবার পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়। বিচারক শুনানি শেষে রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করে রাব্বীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিশেষ প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর