অভয়নগরে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় নুরু মিয়া নামে এক ব্যবসায়ী মারা গেছেন। রোববার ভোরে উপজেলার নওয়াপাড়া পৌরসভার প্রফেসরপাড়া রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।নুরু মিয়া (৬০) নওয়াপাড়ার রেল বস্তিতে বসবাস করতেন। স্থানীয় সূত্র জানায়, রোববার ভোরবেলা নুরু মিয়া নওয়াপাড়ার প্রফেসরপাড়া রেলক্রসিং পার হচ্ছিলেন। এ সময় খুলনাগামী ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমরান হোসেন বিশ্বাস জানান, নওয়াপাড়ার কম্পিউটার লিটল জুয়েলস স্কুলের সামনে নুরু মিয়ার মুদি দোকান রয়েছে। রোববার ভোরে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে তিনি মারা গেছেন।
ডেস্ক রিপোর্ট/জয়-১৩







