ধারের টাকা আত্মসাতের দায়ে জাকির হোসেন নামে এক ব্যক্তিকে এক বছর সশ্রম কারাদন্ড ও অর্থদেন্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। রোববার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত জাকির হোসেন যশোর সদরের রাজাপুর গ্রামের মৃত নুর বক্স সরদারের ছেলে। মামলার অভিযোগে জানা গেছে, আসামি জাকির হোসেন ২০১৬ সালের ২০ নভেম্বর বিদেশে যাওয়ার সময় একই গ্রামের আবু তালেবের কাছ থেকে এক লাখ টাকা ধার নেন। টাকা নেয়ার সময় স্টাম্পে অঙ্গীকার করে বিদেশে যেয়ে দ্রæত ধারের টাকা পরিশোধ করে দিবেন। জাকির বিদেশে যাওয়ার পর দীর্ঘদিন অতিবাহিত হলেও ধারের টাকা পরিশোধ না করে ঘোরাতে থাকেন। জাকির বিদেশ থেকে বাড়ি আসলে ২০১৯ সালের ৪ মে ধারের টাকা চাইলে দিবেনা বলে জানিয়ে দেন। টাকা আদায়ে ব্যর্থ হয়ে তিনি ওই বছরের ২০ মে প্রতারণার অভিযোগে আদালতে মামলা করেন। এ মামলার দীর্ঘ সাক্ষী গ্রহন শেষে আসামি জাকির হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে এক বছর সশ্রম কারাদন্ড, এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন।
ডেস্ক রিপোর্ট/জয়-০৯







