বিশেষ প্রতিনিধি- আন্ত: প্রাথমিক স্কুল পর্যায়ে চলমান বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণমেন্ট এর বিভাগীয় খেলায় নড়াইলকে পরাজিত করে যশোর জেলা সেমি:ফাইনালে।খুলনা বিভাগের চ্যাম্পিয়ান দল নির্বাচনের লক্ষে জেলা পর্যায়ের চ্যাম্পিয়ান দলের মধ্যে অনুষ্ঠিত খেলা শনিবার সকাল ১১টা থেকে শুরু হয়। বিভাগীয় কমিশনার মো: হেলাল মাহমুদ শরীফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত খেলাটি উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আবাদুল খালেক। উদ্বোধনী খেলায় অংশগ্রহন করে যশোর জেলা বনাম নড়াইল জেলার চ্যাম্পিয়ান দল। খেলায় যশোর জেলার চ্যাম্পিয়ান অভয়নগর উপজেলার ধোপাদী দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় নড়াইল জেলাকে ১-০ গোলে পরাজিত করে সেমি:ফাইনাল খেলায় অংশ গ্রহণ করার গৌরব অর্জণ করে।
রাতদিন ডেস্ক/জয়-১৩








