Saturday, December 6, 2025

কেশবপুরে আব্বাস -ফজর দুষ্টু -স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুরে পাঁজিয়া ইউনিয়নের আব্বাস -ফজর দুষ্টু -স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজনে পাঁজিয়া কালীবাড়ি মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মনিরামপুর পোড়াডাঙ্গা স্পোর্টিং ক্লাব কে ট্রাইব্রেকারে ২/৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান পাঁজিয়া ফুটবল নিধি স্পোটিং ক্লাব। ৩০ সেপ্টেম্বর বিকেলে আব্বাস ফজর দুষ্টু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটির সভাপতি ও পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন যশোর ৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিকুল ইসলাম প্রমুখ। সঞ্চালনায় করেন সাবেক ইউপি সদস্য শম্ভুনাথ বসু। খেলা পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রথম শ্রেণীর রেফারি ইব্রাহিম হোসেন।

রাতদিন ডেস্ক/জয়-১৬

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর