Saturday, December 6, 2025

সড়ক দূর্ঘটনায় নি*হ*ত ইন্সপেক্টর জাহিদের ম*র*দে*হ এলো যশোরে, এলাকাজুড়ে শোক

পরিবার নিয়ে ঘুরতে গিয়েছিলেন যশোরের কৃতি সন্তান পুলিশ পরিদর্শক জাহিদ ইকবাল। কিন্তু কে জানতো ঘুরতে যাওয়া তার জীবনে কাল হয়ে দাড়াবে। সড়ক দূর্ঘটনায় বড় অবেলায় চলে গেলেন তিনি। শুক্রবার সকালে গ্রামেরবাড়ি যশোরের রামনগরে তার মরদেহ আনা হলে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তার দুই সন্তান,স্ত্রী অসংখ্য গুনাগ্রহী রয়েছে। মৃত্যুর খবর শুনে শেষবারের মত জাহিদকে দেখতে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনসহ বিভিন্ন জেলা থেকে সহকর্মীরা এসেছেন। শুক্রবার বাদ জুম্মা রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে জানাজা শেষে পালিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
ছোট ভাই মাহাবুবুর রহমান মামুন জানান, বৃহস্পতিবার রাতে রওনা দেন জাহিদ ও তার দুইবোন এবং তাদের ছেলে মেয়েরা। সকালে চট্রগ্রামের মিরসরাইয়ে জাহিদদের হাইচ গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে সামনের একটি কালভার্টে ধাক্কা মারে। এমন সময় পেছন থেকে আসা আরেকটি গাড়ি ফের ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার ভাইয়ের মৃত্যু হয়। এছাড়া ওই গাড়িতে থাকা দুই বোনের একজনকে চট্টগ্রাম মেডিকেল ও অপরজনকে ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জাহিদ হাসান ২০০৫ সালে বাংলাদেশ পুলিশে সাব-ইন্সপেক্টর পদে যোগদান করেন । সবশেষে চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিশেষ শাখায় পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। এদিকে স্বামীর অকাল মৃত্যুর খবরে শোকে পাথর হয়ে গেছেন কুষ্টিয়া জেলা পুলিশের পরিদর্শক রেশমা খাতুন।
জানাজায় অংশ নেন চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দি আল আজাদ, যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, মনিরামপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান, পুরাতন কসবা ফঁাড়ি ইনচার্জ ইন্সপেক্টর রেজাউল করীম, রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদ হাসান লাইফসহ বিভিন্নস্তরের মানুষ।

রাতদিন ডেস্ক/জয়-১৫

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর