Saturday, December 6, 2025

বসুন্দিয়ার কাঠ ব্যাবসায়ী মাসুদ হত্যা মামলায় তিন জন রিমান্ডে

যশোর বসুন্দিয়ার কেফায়েতনগর গ্রামের কাঠ ব্যবসায়ী মাসুদ হত্যা মামলায় আত্মসমর্পণকারী তিন আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ আসামিদের রিমান্ড আবেদনের শুনানি এ আদেশ দেন।
আসামিরা হলেন,গাইদগাছি গ্রামের বাবু, পিন্টু ও অভয়নগরের বনগ্রামের মুরাদ হোসেন।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, গত ২৩ আগস্ট রাতে মাসুদকে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহত মাসুদের মা যশোর সদর উপজেলার বসুন্দিয়ার কেফায়েতনগর গ্রামের খাদিজা বেগম ছয়জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। দীর্ঘদিন পলাতক থাকার পর ওই তিনজন আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ওই তিনজনের পাঁচদিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনের শুনানি শেষে বিচারক প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
ডেস্ক রিপোর্ট/জয়-০৩
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর